অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ আগামী সেপ্টেম্বরে বাজারে আসার কথা। তবে এর আগেই বাজারে পাওয়া যাচ্ছেনকল সংস্করণ, যা দেখতে হুবহু আসল আইফোন ১৭–এর মতো হলেও ভেতরে চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এতেসাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নকল আইফোন ১৭–এর ছবি ও ভিডিও। চীনের স্মার্টফোন নির্মাতাবিভিন্ন ব্র্যান্ড অ্যাপলের অফিশিয়াল ঘোষণার আগেই এসব কপি বাজারে ছাড়ে। বিশেষ করে, নকল আইফোন ১৭ প্রো মডেলঅনলাইন মার্কেট ও বিভিন্ন বাজারে বেশি পাওয়া যাচ্ছে। এসব ফোনে দেখা যাচ্ছে অ্যাপল–স্টাইল লোগো, বড় ফ্ল্যাট ক্যামেরামডিউল এবং আইফোন ১৭ প্রোর ফাঁস হওয়া ডিজাইনের নকল।
প্রযুক্তি ব্লগ অ্যাপল হাব জানিয়েছে, সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৭ প্রো–র দাম শুরু হতে পারে ১,০৪৯ ডলার (২৫৬জিবি সংস্করণ)। তুলনায় বর্তমানে আইফোন ১৬ প্রো–র দাম ৯৯৯ ডলার (১২৮ জিবি সংস্করণ)।
অ্যাপলের নতুন মডেল ফাঁসকারী হিসেবে পরিচিত মাজিন বু সম্প্রতি এক্সে নকল আইফোন ১৭ প্রোর ছবি পোস্ট করে লিখেছেন, “দেখতে অসাধারণ হলেও এগুলো আসলে অ্যান্ড্রয়েড চালিত।” নকল সংস্করণগুলোতে গত বছরের আইওএস ১৮–এর মতোইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যদিও আসল আইফোন ১৭ সিরিজ আসবে আইওএস ২৬–এ।
তবে নকল ডিভাইসের কিছু ত্রুটি চোখে পড়ার মতো— যেমন অসম বেজেল, নিচে চওড়া বেজেল এবং অ্যামোলেডের বদলেএলসিডি স্ক্রিন।
দ্রুত প্রোটোটাইপ তৈরির অভিযোগ
প্রাভদা রিপোর্ট জানিয়েছে, অনলাইনে ফাঁস হওয়া ছবি ব্যবহার করে ছোট ছোট কিছু প্রতিষ্ঠান দ্রুত নকল প্রোটোটাইপ তৈরিকরেছে। এতে অবৈধ নির্মাতাদের আয়ের পথ খুলছে, তবে ক্রেতাদের জন্য এটি সতর্কবার্তাও বটে।