ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে খেলার মর্যাদা দিলো সরকার

দীর্ঘ প্রতীক্ষার পর ই-স্পোর্টস (e-sports) অবশেষে বাংলাদেশে একটি আনুষ্ঠানিক খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি ই-স্পোর্টস খাতে জড়িত তরুণদের জন্য সরকারি সহায়তা প্রাপ্তির পথ খুলে দেবে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর ২(২) ও ৬ ধারা অনুযায়ী ই-স্পোর্টসকে এই স্বীকৃতি দিয়েছে। দেশের গেমার ও ই-স্পোর্টস সংশ্লিষ্ট কমিউনিটি এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

সরকার ই-স্পোর্টসকে স্বীকৃতি দিয়ে এর পরিচালনা ও নীতিমালা নির্ধারণে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে। এই কমিটি আগামী ২১ কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবে।

এই কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন মেনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে একটি খসড়া নীতিমালা তৈরি করবে। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগের মতামত ও সম্পর্কিত আইন-বিধি, সরকারি নিয়মকানুনও দেখবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের কাছ থেকেও সাহায্য নিতে পারবে।