নেতৃত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পারেননি। এখন লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ।টিটোয়েন্টি টেস্টকে এরই মধ্যে বিদায় বলে দেওয়া রোহিতসেই বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন এবং শিরোপা জিতে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখবেনএমনটা হয়তো ভেবেরেখেছেন তাঁর ভক্তসমর্থকেরাও।

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তক যে খবর জানাল, তাতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব করা দূরেযাক, সম্ভবত দলেই জায়গা হবে না। এর অনেক আগেই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

২০২৭ সালের শুরুর দিকে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে নামিবিয়ায়। সে সময় রোহিতের বয়স হবে ৪০ ছুঁইছুঁই। কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি শিগগিরই অধিনায়কত্বে বদল আনতে চায়।

স্পোর্টস তক জানিয়েছে, ভবিষ্যতের কথা ভেবে তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকতে চলেছে বিসিসিআই। সে ক্ষেত্রে বোর্ডের প্রথম পছন্দশুবমান গিল, যাঁকে কিছুদিন আগে ভারতের টেস্ট অধিনায়ক করা হয়েছে।

স্পোর্টস তকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভবিষ্যৎ নির্ধারণে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেবিসিসিআই। কিন্তু মনে হচ্ছে, তিনি এরই মধ্যে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজে রোহিতকে আরঅধিনায়ক হিসেবে দেখা যাবে না। নেতৃত্বের ব্যাটনটা তুলে দেওয়া হবে ২৫ বছর বয়সী শুবমান গিলের হাতে। সেই সিরিজ দিয়েইপূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে গিলের।

কমপক্ষে ১০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেনভারতের এমন অধিনায়কদের মধ্যে রোহিতই সবচেয়ে সফল (৭৫% জয়) তাঁরনেতৃত্বে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ২০১৮ ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৪ টিটোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়নহয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *