৪ বছর পর প্রত্যাবর্তন আর্চারের

লর্ডস টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। এই ম্যাচে খেলছেন অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চার (Jofra Archer ভারতইংল্যান্ড (England vs India) টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তাঁর আঙুলে চোট ছিল। ফলে হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম ম্যাচের দলে আর্চারকে রাখা হয়নি। এজবাস্টনে (Edgbaston) দ্বিতীয় ম্যাচের আগে এই পেসারকে দলে ফেরানো হয়। তবে তাঁকে খেলানো হয়নি।

 হারের পর এবার এই পেসারকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই ইংল্যান্ডের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ভারতের ব্যাটাররা বিশাল স্কোর করেছেন। এই কারণেই এবার আর্চারকে প্রথম একাদশে রাখা হল।
লর্ডস টেস্টে (Lord’s Test) খেলার সুযোগ পাচ্ছেন না গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। জশ টাং (Josh Tongue) বাদ পড়েছেন। তাঁর পরিবর্তেই খেলছেন আর্চার। তিনি চার বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামছেন। চলতি সিরিজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টাং। তিনি প্রথম দুই টেস্ট ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। এজবাস্টনে ভারতের জয়ের পর বোলিং বিভাগকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে অ্যাটকিনসনকে ইংল্যান্ড দলে নেওয়া হয়। তবে তিনি এখনও ফিট হয়ে উঠতে পারেননি। এই কারণেই তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। চলতি বছরের মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অ্যাটকিনসন। তিনি ফিট হয়ে উঠলে তবেই খেলার সুযোগ পাবেন।


Editor’s Choice

ডি কক : এক আগ্রাসী প্রতিভার উত্থান-পতন, নীরবতা ও বিদায়ের গল্প


২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষবার টেস্ট ম্যাচ খেলেন আর্চার। সেই ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। এবার ভারতের বিরুদ্ধেই টেস্টে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন এই পেসার। ইংল্যান্ড শিবিরের আশা, লর্ডসে শুবমান গিলদের (Shubman Gill) থামাতে পারবেন আর্চার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *