দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম তিন ভাঁজের (মাল্টি-ফোল্ডিং) স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ উন্মোচন করেছে। গত মঙ্গলবার ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ট্যাবলেটের মতো ১০ ইঞ্চির বিশাল মেইন ডিসপ্লে এবং ৬.৫ ইঞ্চির কভার স্ক্রিন।

বিশ্ববাজারে ফোনটির দাম কত হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি স্যামসাং। তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারের দাম থেকে ভারতসহ অন্যান্য দেশে এর দাম সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট চালিত এই ফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং ৫,৬০০ এমএএইচ ব্যাটারি।
সম্ভাব্য দাম
স্যামসাংয়ের অফিশিয়াল নিউজরুমের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৩,৫৯৪,০০০ ওন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকার বেশি। অন্যদিকে, ভারতীয় মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২০ হাজার ৪০০ রুপি, ইউরোপে ২,১০০ ইউরো এবং যুক্তরাষ্ট্রে ২,৪০০ ডলার। তবে এই দামের সঙ্গে স্থানীয় কর ও অন্যান্য খরচ যুক্ত হয়নি।
জিএসএমএরিনা-র প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর তুলনায় নতুন এই ট্রাইফোল্ড ফোনের দাম অন্তত ৩০ শতাংশ বেশি হতে পারে। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে ফোনটির দাম ২,৯৯০ ডলার এবং ভারতে প্রায় ২ লাখ ৪৪ হাজার রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্যামসাং এখনো বিশ্ববাজারের জন্য চূড়ান্ত দাম ঘোষণা করেনি।
আগামী ১২ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ায় ফোনটি বিক্রি শুরু হবে। চলতি মাসের শেষের দিকে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতেও এটি পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ফোনটি পেতে ২০২৬ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত ফোনটি শুধু ‘ক্রাফটেড ব্ল্যাক’ রঙে পাওয়া যাবে।
এক নজরে স্পেসিফিকেশন
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডে রয়েছে ডুয়াল-রেল কাঠামোর দুটি ভিন্ন আকারের কবজা (Hinge), যা ভেতরের দিকে ভাঁজ হয়। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩ ন্যানোমিটারের ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি’ চিপসেট। সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।
ছবি তোলার জন্য ফোনের পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সঙ্গে আছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য কভার ও মেইন—উভয় স্ক্রিনেই ১০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। দীর্ঘস্থায়ী চার্জের জন্য এতে আছে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।