মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নন এমন শিক্ষার্থীরা এ বছরও পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পুনঃনিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকছে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ও টেলিটকের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা টেলিটক প্রিপেইড ফোন থেকে আরএসসি<স্পেস> বোর্ডের নাম<স্পেস> রোল নম্বর<স্পেস> সাবজেক্ট কোড ১৬২২২ নম্বরে পাঠিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কমার সঙ্গে সাবজেক্ট কোড আলাদা করে একটি এসএমএসে একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা যাবে।
ফিরতি এসএমএসে পুনঃনিরীক্ষণ ফি নিশ্চয়ন ও একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। যদি শিক্ষার্থী রাজি হয় তবে তাদের অবশ্যই আরএসসি<স্পেস>ইয়েস<স্পেস>পিন<স্পেস>একটি যোগাযোগের মোবাইল নম্বর পাঠিয়ে নিশ্চিত করতে হবে এবং 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা।
গত বৃহস্পতিবার এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়, সব বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এ বছর জিপিএ ৫.০০ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।