গ্রাহক-কেন্দ্রিকতা ও ডিজিটাল ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ‘গ্রামীণফোন ওয়ান’ নামের অভিনব এক উদ্যোগের উন্মোচন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার একটি হোটেলে নতুন এই প্ল্যাটফর্মের আয়োজন করে গ্রামীণফোন।
গ্রামীণফোন ওয়ান’র মূল আকর্ষণ ছিল এর ডেডিকেটেড লঞ্চপ্যাড। এর মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন ও সেবা চালু করছে কোম্পানিটি। এগুলোর মধ্যে রয়েছে ‘জিপি শিল্ড’ যা ম্যালওয়্যারের মতো অনলাইন ঝুঁকি মোকাবেলায় ডিজিটাল গেটওয়ে সুরক্ষা হিসেবে কাজ করবে, দেশে প্রথমবারের মতো চালু হওয়া অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+। যার মাধ্যমে চরকি, হইচইসহ আরো নয়টি প্ল্যাটফর্মের সব ওটিটি কন্টেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এছাড়া চালু হয়েছে পাঁচ হাজারের বেশি অনলাইন গেমসহ গেমিং প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটর ’ওয়ান গেমস’। পাশাপাশি নেটওয়ার্ক, জিপিএফআই (ওয়্যারলেস হোম ব্রডব্যান্ড) ও আলো (আইওটি সলিউশন)-এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে কোম্পানিটি।