অতি ভারী বৃষ্টিতে হাঁটুপানি জমেছে ফেনী শহরের বেশির ভাগ সড়কে। হুরী নদীর পাড় ভেঙে ফুলগাজী এলাকায় দুটি দোকান নদীতে বিলীন হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এটি চলতি বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
ফেনী শহরের কলেজ রোড, একাডেমি, কলাবাগান, হাসপাতাল মোড়, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, পেট্রোবাংলা, নাজির রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।