প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে তিন দিন প্রচারিত হবে ছবিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন, ঈদের তৃতীয় দিন ও পঞ্চম দিন বেলা আড়াইটায় হাওয়া প্রচারিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।

২০২২ সালে ছবিটি মুক্তির আগেই ‘সাদা সাদা কালা কালা’ গান আলোচনার ঝড় তোলে শ্রোতাদের মধ্যে। ওই বছরের ২৯ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি দেখতে দর্শকেরা সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে হাওয়া।

বাইরের স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে পাঁচ ভাষায় ডাবিং করে ছবিটি দেখানো হচ্ছে। দেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও মুক্তি পেয়েছে হাওয়া। একাধিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসা কুড়িয়েছে।

টিভিতে প্রচার নিয়ে হাওয়া সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুণ্ডু শনিবার প্রথম আলোকে বলেন, ‘সিনেমার জন্য অন্যতম একটি মাধ্যম টেলিভিশন। সেই জায়গা থেকে ছবিটি টিভিতে প্রচারের পরিকল্পনা করেছি।’

মাছরাঙা টেলিভিশনে সিনেমাটির প্রচার সামনে রেখে প্রচারণার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। এতে সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা থাকবেন।

এর আগে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা মনপুরাসহ লালন, অন্তর্যাত্রা (বাংলাদেশ অংশ) , লালসালু, শঙ্খনাদ, আয়না, বিশ্বসুন্দরীর মতো প্রশংসিত সিনেমা প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স (আগের নাম মাছরাঙা প্রডাকশন্স লিমিটেড)। এসব ছবির প্রযোজক হিসেবে ছিলেন অঞ্জন চৌধুরী পিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *