গুগলের ‘মেইড বাই গুগল ২০২৫’ ইভেন্টকে ঘিরে চলছে জোর আলোচনা, যেখানে আইফোন ১৭–এর আগেই পিক্সেল ১০সিরিজ আসছে। অ্যাপলের হার্ডওয়্যার ইভেন্ট সচরাচর হয় সেপ্টেম্বরে, আর গুগলের ইভেন্ট অনুষ্ঠিত হবে ২০ অগাস্ট।
গুগল এরইমধ্যে ঘোষণা করেছে, পিক্সেল লাইনআপে জেনারেটিভ এআই ও জেমিনাইয়ের সক্ষমতা আরও জোরদার করা হবে।মে মাসের ডেভেলপার কনফারেন্সে একাধিক এআই আপডেট ঘোষণা করা হলেও, ধারণা করা হচ্ছে পিক্সেল ১০ উন্মোচনঅনুষ্ঠানে আরও নতুন জেমিনাই ফিচার দেখানো হবে। এমনকি ইউটিউবে সাম্প্রতিক এক প্রোমো ভিডিওতে গুগল কিছুটা মজাকরে ইঙ্গিত দিয়েছে, অ্যাপল তার অ্যাপল ইন্টেলিজেন্স–এ দেওয়া কিছু প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
গুঞ্জন বলছে, নতুন একটি ফিচারের নাম হবে ‘ক্যামেরা কোচ’ যেখানে জেমিনাই রিয়েল–টাইমে ছবি তোলার টিপস দেবে। যেমনকোন অ্যাঙ্গেল ভালো হবে বা কীভাবে আলো ব্যবহার করলে ছবিটি সুন্দর আসবে।
এ ছাড়াও, আলোচনা চলছে একটি কনভারসেশনাল ফটো এডিটিং টুল নিয়ে যেখানে ব্যবহারকারী শুধু বললেই জেমিনাই ছবিএডিট করবে, যেমন উজ্জ্বলতা বাড়ানো, অবাঞ্ছিত বস্তু সরানো বা ব্যাকগ্রাউন্ড বদলে দেওয়া।
পিক্সেল ১০ মডেলে বড় পরিবর্তন আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ লিখেছে, উল্লেখযোগ্য একটি হলো ডেডিকেটেড টেলিফটো লেন্স যুক্ত করা। এর আগে টেলিফটো লেন্স শুধু প্রো মডেল গুলোতে ছিল।থার্ড রিয়ার লেন্সের রেন্ডার ফাঁস হওয়ার পর গুগল নিজেই পিক্সেল ১০ এর একটি টিজার প্রকাশ করে যেখানে ক্যামেরার বড়আপগ্রেড থাকার বিষয়টি নিশ্চত হওয়া যায়।
পুরো লাইনআপে নতুন টেনসর জি৫ প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা জেমিনাই যুগের সূচনা করবে এবং টেনসর জি৪–এর তুলনায় সক্ষমতা ও শক্তির সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করবে।
তবে ডিজাইন নিয়ে বড় কোনো আশা করা হচ্ছে না, সম্ভবত এটি পিক্সেল ৯ সিরিজের মতই থাকবে। ডিসপ্লেতেও তেমন কোনোপরিবর্তন নেই। পিক্সেল ১০ ও ১০ প্রো থাকবে ৬.৩ ইঞ্চি এবং পিক্সেল ১০ প্রো এক্সএল ডিসপ্লে সহ ৬.৮ ইঞ্চি হবে।
প্রো মডেলগুলোতে ক্যামেরা ও ভিডিওর মান উন্নতির পাশাপাশির বড় ব্যাটারি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ব্যাটারি যাফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে এবং ব্যাটারি ব্যাকআপে অ্যাপল ও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের তুলনায় থাকা ব্যবধানগুলোকমাতে পারে।
এ ছাড়া গুঞ্জন রয়েছে পিক্সেল ১০ সিরিজ কিউআই২ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। সেটি যদি সত্য হয়, তাহলে এটিহবে অল্প কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনের একটি যা ম্যাগনেটিক অ্যাকসেসরিজ যেমন চার্জার, ওয়ালেট, মাউন্ট এর সঙ্গে কাজকরবে।
‘পিক্সেলস্ন্যাপ’ নামে একটি ফোন কেস আনছে গুগল যার মাঝখানে থাকবে ম্যাগনেটিক রিং।
গুগলের আসন্ন ফোল্ডএবল ফোন নিয়ে গুঞ্জন রয়েছে, এতে ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৮ ইঞ্চি মেইন স্ক্রিন থাকতে পারে।ফোনের কব্জা আরও মজবুত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, আর বেজেল হবে আরও পাতলা, যা ফোনকে দেবে স্মার্ট ও স্লিমলুক।
সবচেয়ে উল্লেখযোগ্য আপগ্রেড হতে পারে আইপি৬৮ রেটিং যা ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দেবে। আগে পিক্সেল ৯ প্রোফোল্ড–এ কোনো ধুলা প্রতিরোধী ব্যবস্থা ছিল না।
অন্য পিক্সেল ১০ মডেলের মতোই এই ফোনেও টেনসর জি৫ চিপ এবং সর্বশেষ জেমিনাইএআই ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনারয়েছে। ক্যামেরা সিস্টেমে উন্নতি আসতে পারে, যেখানে থাকবে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স। ব্যাটারি লাইফও উন্নত হওয়ার সম্ভাবনা আছে।
এ ছাড়া পিক্সেল ১০ প্রো ফোল্ড আসতে পারে মুনস্টোন ও জেড কালারে।
গুগলের ইভেন্টে ওয়্যারএবল ডিভাইসগুলিও নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। পিক্সেল ওয়াচ ৪–এ থাকতে পারে পুরুডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং ছোট বেজেল। ফিটনেস ট্র্যাকিংয়ের নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যারমধ্যে রক্তে অক্সিজেন মনিটর করার জন্য উন্নত এসপিও২ থাকতে পারে।
অন্যদিকে, পিক্সেল বাডস ২এ–এর ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এগুলো আসতে পারে নতুন ফগ লাইট, হেজেল, আইরিশ ওস্ট্রবেরি রঙে। এতে থাকবে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন। এ ছাড়া পিক্সেল বাডস ২ প্রো–ও আসতে পারে নতুন স্টারলিং রঙে।