ব্রাজিলে বর্তমানে বন্যা পরিস্থিতি ভয়াবহ। দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলে প্রবল বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে এবং নিখোঁজ রয়েছেন আরও ১৪১ জন।
এছাড়া, বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। বন্যায় বহু সড়ক ডুবে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হয়ে কয়েকটি এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। ব্রাজিলের এই রাজ্যটি গ্রীষ্মমণ্ডলীয় ও মেরু বায়ুমণ্ডলের এক ভৌগোলিক মিলনস্থল, ফলে এখানে এমন এক আবহাওয়া প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে একসময় প্রচুর বৃষ্টি হয় আর অন্যসময় খরা বিরাজ করে। স্থানীয় বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের কারণে এই আবহাওয়ার ধরনটি আরও তীব্র হয়েছে।
হঠাৎ এমন বন্যার কারণ কী?
ব্রাজিলে হঠাৎ এমন ভয়াবহ বন্যার প্রধান কারণ হল প্রবল বৃষ্টি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুল এবং উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী এলাকায় এই প্রবল বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই বৃষ্টির কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং একটি বাঁধ আংশিক ভেঙে গেছে। এছাড়া, বন্যায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে চার লাখেরও বেশি মানুষ।
ব্রাজিলের এই রাজ্যটি গ্রীষ্মমণ্ডলীয় ও মেরু বায়ুমণ্ডলের এক ভৌগলিক মিলনস্থল, ফলে এখানে এমন এক আবহাওয়া প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে একসময় প্রচুর বৃষ্টি হয় আর অন্যতম খরা বিরাজ করে। স্থানীয় বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের কারণে এই আবহাওয়ার ধরনটি আরও তীব্র হয়েছে। এছাড়া, বন্যার কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বন্যা পরিস্থিতিতে ব্রাজিল সরকার কী করছে?
ব্রাজিলের বন্যা পরিস্থিতিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সরকার প্রায় ১ কোটি ৯ লাখ জনসংখ্যার রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের ৫ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
এই সংকট মোকাবিলায় জরুরি ব্যয়ের জন্য প্রায় ২৩৪ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে সরকার। ফেডারেল সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন অর্থের মাধ্যমে ফেডারেল তহবিলে জমা হয়েছে প্রায় ১ হাজার ১৬৩ কোটি ডলার। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যা ধ্বংস হয়ে গেছে রাষ্ট্র তা পুনর্গঠন করবে।
- Aurora : প্রকৃতির এক অদ্ভুত খেলা অরোরা বা মেরুজ্যোতি
- একজন নার্স যিনি ১০ হাজারেরও বেশি শিশুর জন্ম দিয়েছেন
- মর্নিং ওয়াক: প্রতিদিন ৩০ মিনিট মর্নিং ওয়াক করুন, এই ৪টি পরিবর্তন আসবে শরীরে
তিনি মা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা জানি যে, সবকিছু পুনরুদ্ধার করা যায় না। মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে এবং শিশুরা তাদের মাকে হারিয়েছে। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতি জারি করে বলেছেন যে, তার প্রশাসন সহায়তা প্রদানের জন্য ব্রাজিল সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ বন্যা
ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা বলা হচ্ছে চলতি বছরের বন্যাকে। এই বন্যা ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলে ঘটেছে এবং এটি ১৯৪১ সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে। এই বন্যায় কমপক্ষে ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া কিছু কিছু শহরে পানির স্তর এত বেশি উঠে গেছে যে, তা বিগত দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ব্রাজিলের জিওলজিক্যাল সার্ভে।