ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে দিনের শুরুতে শীর্ষে বসেছিল লিভারপুল। শেষ ভাগে এসে অলরেডদের আর সরাতে পারেনি ম্যানচেস্টার সিটি কিংবা আর্সেনাল। কারণ এই দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোল শুন্য সমতায়। তাতে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল। ৬৪ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে সিটি। লিভারপুলের জয়ের নায়ক লুইস ডিয়াজ ও মোহামেদ সালাহ।
প্রিমিয়ার লিগটা তাই এখন তিন দলের লড়াই, যেখানে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে ম্যানসিটি আর ২ পয়েন্টে আর্সেনাল।
অ্যানফিল্ডে ম্যাচ শুরুর দুই মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। ব্রাইটনকে এগিয়ে দেন ওয়েলব্যাক। লিভারপুলের হয়ে ম্যাচের ২৭তম মিনিটে সমতা টানেন লুইস দিয়াজ। ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। এবারের মৌসুমে লিগে এটি সালাহর ১৬তম গোল। সালাহর জয়সূচক গোলে টেবিলের শীর্ষে থেকেই সপ্তাহ শেষ করতে যাচ্ছে লিভারপুল।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের অর্ধেই বল ঘোরাঘুরি করেছে বেশি। তবে সিটি তেমন পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে রক্ষণে ‘বাস পার্ক’ করিয়ে রাখা গানাররা পাল্টা এক আক্রমণে গোল করার কাছাকাছি চলে গিয়েছিল। ম্যাচের শেষ দিকে লিয়ান্দ্রো তোসার বাঁ পাশ থেকে শট নিয়েছিলেন সিটির গোলে। সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগার সেটি ফেরাতে অবশ্য বেশি কষ্ট করতে হয়নি।