Xiaomi Redmi Note 15 5g : বিশ্ব বাজারে রেডমি নোট সিরিজের নতুন তিন মডেল

চীনের বাজারে আসার কয়েক মাস পর এবার বিশ্বব্যাপী মুক্তি পেল শাওমির জনপ্রিয় রেডমি নোট সিরিজের নতুন তিনটি মডেল—রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি, রেডমি নোট ১৫ প্রো ৫জি এবং রেডমি নোট ১৫ ৫জি। আপাতত পোল্যান্ডের বাজারে ফোনগুলো ছাড়া হলেও শিগগিরই অন্যান্য অঞ্চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৫–ভিত্তিক শাওমির নিজস্ব হাইপারওএস ২ (Xiaomi HyperOS 2) দ্বারা চালিত এই ফোনগুলোতে সর্বোচ্চ ৬,৫৮০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার বিশেষত্ব
এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ক্যামেরা। রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ও প্রো ৫জি— এই দুটি মডেলেই রয়েছে শক্তিশালী ২০০ মেগাপিক্সেল–এর মূল রেয়ার ক্যামেরা সেন্সর। রেডমি নোট ১৫ ৫জি (স্ট্যান্ডার্ড মডেল): এতে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল–এর প্রাইমারি ক্যামেরা।

তিনটি ফোনেই ভিন্ন ভিন্ন শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ এসওসি (Snapdragon 7s Gen 4 SoC), মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০-আল্ট্রা (MediaTek Dimensity 7400-Ultra) প্রসেসর ব্যবহার করা হয়েছে রেডমি নোট ১৫ প্রো ৫জি মডেলে। আর রেডমি নোট ১৫ ৫জি মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ (Snapdragon 6 Gen 3) প্রসেসর। 

ভারতের বাজারে দাম
পোল্যান্ডের মুদ্রায় (PLN) দাম ঘোষণা করা হলেও ভারতীয় রুপিতে (রুপি) এর আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় (টাকা) পরিবর্তন হতে পারে। 

নোট ১৫ প্রো প্লাস ৫জির (৮ জিবি + ২৫৬ জিবি) দাম ধরা হয়েছে ভারতের বাজারে ৪৯,০০০ রুপি। নোট ১৫ প্রো ৫জির (৮ জিবি + ২৫৬ জিবি) দাম ভারতের বাজারে ধরা হয়েছে ৪২,০০০ রুপি আর নোট ১৫ ৫জির (৬ জিবি + ১২৮ জিবি) দাম ধরা হয়েছে ৩০,০০০ রুপি। 

তিনটি মডেলই গ্লেসিয়ার ব্লু (Glacier Blue) রঙে পাওয়া যাবে। এছাড়া প্রো প্লাস মডেলে ব্ল্যাক ও মোকা ব্রাউন এবং প্রো মডেলে ব্ল্যাক ও টাইটানিয়াম শেড রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি ব্ল্যাক ও মিস্ট পার্পল শেডে পাওয়া যাবে।

প্রো সিরিজের (Note 15 Pro+ 5G ও Note 15 Pro 5G) অন্যান্য বিশেষত্ব
ডিসপ্লে: উভয় ফোনেই রয়েছে ৬.৮৩-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে (1,280×2772) এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিকটাস ২ ব্যবহার করা হয়েছে এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩,২০০ নিট।

ক্যামেরা ও ব্যাটারি: নোট ১৫ প্রো প্লাস ৫জি মডেলে ২০০ মেগাপিক্সেল মূল সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে ১০০ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। নোট ১৫ প্রো ৫জি মডেলে ক্যামেরা সেটআপ প্রো প্লাসের মতোই, তবে সেলফি ক্যামেরায় রয়েছে ২০ মেগাপিক্সেল সেন্সর। এতে ৬,৫৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।

এ ছাড়া উভয় মডেলেই স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও সাপোর্ট এবং আইপি৬৮ রেটিং সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক ফিচার রয়েছে।

রেডমি নোট ১৫ ৫জি (স্ট্যান্ডার্ড মডেল) এর বিশেষত্ব : এর ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই রয়েছে।  ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে। ৫,৫২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে এ মডেলে  ৪৫ ওয়াট দ্রুত চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে।

এ ছাড়া আইপি৬৫ রেটিং এবং প্রো মডেলের মতো অন্যান্য সংযোগ ও সেন্সর সুবিধা এতেও বিদ্যমান।