আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম T20 ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনে। প্রথমবারের মতো ভারতের অধিনায়কত্ব করতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়কত্ব করা ভারতের নবম ক্রিকেটার হচ্ছেন।
প্রথম টি-টোয়েন্টি শুরুর আগে, হার্দিক পান্ডিয়ার ভাবি পাংখুরি শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দেবরকে অভিনন্দন জানিয়েছেন। ক্রুনাল পান্ডিয়ার স্ত্রী পাংখুরি শর্মা ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রিয় ক্যাপ্টেন স্যার, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
হার্দিকের স্ত্রী নাতাশা এই পোস্টে কমেন্ট করেছেন, সঙ্গে একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন। সেই সঙ্গে হার্দিকও তার ভাবিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ধন্যবাদ বেবু।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে সুযোগ পেয়েছেন ওমরান মালিক। উমরান জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় খেলোয়াড় যিনি ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পারভীস রসুলের। উমরান ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ৯৮তম খেলোয়াড়। ওমরানের হাতে অভিষেক ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। বিসিসিআইও সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছে।
ভারত একাদশ: ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক