চঞ্চলের সেলফিতে জায়েদ খান, সাথে কলকাতার দর্শনা

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। সেখানেই চঞ্চল চৌধুরীর সেলফিতে একই ফ্রেমে ধরা পড়লেন নায়ক জায়েদ খান কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।

ছবিটি সম্পর্কে জায়েদ খান জানালেন, অনুষ্ঠানের এক ফাঁকে চঞ্চল চৌধুরী সেলফিটি তুলেছেন। এ বছর অনুষ্ঠানের অন্যতম গুণী এ অভিনেতা চঞ্চল চৌধুরীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদিকে সম্প্রতি ভাইরাল হওয়া গান ‘বিড়ি’র তালে নেচে মঞ্চে হাজির হন জায়েদ খান। এসময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে উঠে আমাজুরা হল।

তখন দর্শকরা জায়েদকে মঞ্চে ডিগবাজি দিতে অনুরোধ করেন। তবে তাকে ডিগবাজি দিতে দেখা যায়নি। এওয়ার্ড নিয়েই আয়োজকদের ধন্যবাদ দিয়ে মঞ্চ ছাড়েন তিনি।

এবারের আয়োজনে নিরব, মেহজাবীন, তিশা, তাসনিয়া ফারিন, নিরব, মন্দিরা চক্রবর্তী, বিন্দু, কণাসহ নিউইয়র্কের গুণী সংগীত শিল্পী রানু নেওয়াজ পারফর্ম করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *