কার্লসেনকে ফের হারালেন গুকেশ

যাবতীয় কটাক্ষের জবাব দিলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ (Gukesh Dommaraju)। মগজাস্ত্রের লড়াইয়ে ফের পরাস্ত করলেন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Karlsen)। এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। টুর্নামেন্ট শুরুর আগে দুর্বল প্লেয়ার কটাক্ষ হজম করতে হয়েছিল গুকেশকে। সেই কটাক্ষের জবাবই দাবার (Chess) ৬৪ খোপের লড়াইয়ে দিলেন ভারতীয় দাবাড়ু। 

গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব এডিশনে সুপারইউনাইটেড ব়্যাপিড ২০২৫ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন গুকেশ। জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন ভারতীয় দাবাড়ু। 

বৃহস্পতিবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গুকেশের কাছে। কারণ প্রতিযোগিতার শুরুটা তাঁর মোটেও ভাল হয়নি। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টারের কাছে প্রথম রাউন্ডে হারেন তিনি। পরের দুই রাউন্ডে জিতে ফের লড়াইয়ে ফেরেন তিনি। কার্লসেনের কাছে হারলে ফের পিছিয়ে পড়তেন গুকেশ। সেটা জানতেন ভারতীয় দাবাড়ু। এদিন চ্যাম্পিয়নের মতোই খেলে কার্লসেনকে শুধু হারালেন-ই না, রীতিমতো ছেলেখেলা করলেন কার্লসেনকে নিয়ে।

কিছুদিন আগেই নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। সেই ম্যাচ গোটা বিশ্বে নজির সৃষ্টি করেছিল। এই ম্যাচের আগে গুকেশকে যথেষ্ট কটাক্ষ করেছিলেন কার্লসেন অনেক ছোট গুকেশকে টুর্নামেন্টের সবচেয়ে দূর্বল প্লেয়ার বলে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন। কার্লসেন বলেন, ‘গুকেশ আগের বার ভাল পারফর্ম করেছিল ঠিকই। কিন্তু ওঁকে প্রমাণ করতে হবে এই ফরম্যাটে ও সেরা প্লেয়ার। ওঁকে এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল প্লেয়ার হিসাবেই ধরছি।’