বিয়ে করে সোনাক্ষী খুশি, তাতেই আমি খুশি

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শত্রুঘ্ন সিনহা। মেয়ে সোনাক্ষী সিনহার বিয়ের পর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন কেমন আছেন তিনি?

জানা গিয়েছে ৩ জুলাই, বুধবার ছেলে লব সিনহার হাত ধরে বাড়ি ফিরলেন শত্রুঘ্ন সিনহা। সোনাক্ষী এবং জাহিরের বিয়ের পর থেকেই নানা জল্পনা শোনা গিয়েছিল, লবও একটি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সোনাক্ষীর বিয়ে নিয়ে মোটেই খুশি নন। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শত্রুঘ্ন।

শত্রুঘ্ন সিনহা কেন হাসপাতালের ভর্তি হয়েছিলেন সেটা নিয়েও নানা ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপির নাকি ভাইরাল ফিভার হয়েছে। কেউ আবার জানান অভিনেতা নাকি পড়ে গিয়েছেন। তাতেই তাঁর পাঁজরে চোট লেগেছে। তবে এসবই কেবল জল্পনা। আসলে কী হয়েছিল সেই কথা নিজেই শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন। বলেছেন, তিনি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন।

Read More


কবে বাজারে আসলো আইফোন? শুরুতে ব্যবসা কেমন ছিল? এর দামই বা এত বেশি কেন

যেসব লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে

Aurora : প্রকৃতির এক অদ্ভুত খেলা অরোরা বা মেরুজ্যোতি


এদিন যে শত্রুঘ্ন সিনহা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সেই খবর নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতার পরিবারের ঘনিষ্ট পহেলাজ নিহলানি। এদিন হাসপাতাল থেকে অভিনেতাকে আনতে তাঁর ছেলে লব এবং স্ত্রী পুনম সিনহা গিয়েছিলেন।

এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েই শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমার অস্ত্রোপচার হয়ে গেল আমিই জানি না। সার্জারিকে… খামোশ!’ একই সঙ্গে গতকাল যে লব সোনাক্ষীর বিয়েতে না যাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন সেটা নিয়েও কথা বলেন বর্ষীয়ান অভিনেতা। তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জাহিরকে বিয়ে করে সোনাক্ষী খুশি তাতেই তিনি খুশি। এই বিয়ে নিয়ে কে খুশি আর কে নন তাতে কিছু যায় আসে না বলেও স্পষ্ট করে দেন শত্রুঘ্ন।

প্রসঙ্গত গত ২৩ জুন আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তাঁদের বিয়েতে পুনম এবং শত্রুঘ্নকে দেখা গেলেও দেখা মেলেনি লব এবং কুশের। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খোলেন লব। তিনি স্পষ্ট করে দেন যে বোনের শ্বশুরবাড়ির লোকজনকে তাঁর পছন্দ নয় তাই সেখানে যাননি, যদিও বর্তমানে সেই পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *