সোনার দাম কি আরও কমছে?

দুবাইয়ে একদিনেই ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৪ দিরহাম, যা অনেকের চোখে ‘সোনালি সুযোগ’। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নেমেছে, আর সেই ঢেউ এসে লেগেছে উপসাগরীয় বাজারেও। ক্রেতারা এখন তাকিয়ে রয়েছেন, এটা কি সাময়িক, নাকি সামনে আরও বড় কমতির বার্তা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে সকালে প্রতি গ্রাম ৩৭৪ দিরহামে ওঠার পর, তা নেমে আসে ৩৭০ দিরহামে। এতে স্বর্ণপ্রেমী ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে-সামনের দিনগুলোতে হয়তো আরও কমতে পারে দাম।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে ভালো কর্মসংস্থান তথ্য ডলারের দাম বাড়িয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। ফলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে নেমে আসে ৩ হাজার ৩২৫ ডলারে।

দুবাইয়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দর ছিল- ২৪ ক্যারেট ৪০০ দিরহাম, ২১ ক্যারেট ৩৫৫ দিরহাম ও ১৮ ক্যারেট ৩০৪ দিরহাম।

এদিকে, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমানসহ অন্যান্য উপসাগরীয় দেশেও স্বর্ণের দাম কিছুটা কমেছে।

সৌদি আরবে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৩৮২ রিয়াল দামে। কুয়েতে ৩০.২৮ দিনার, কাতারে ৩৭৭ রিয়াল, ওমানে ৩৯.৬৫ রিয়াল এবং বাহরাইনে ৩৮.৭ দিনার দামে।

বিশ্লেষক গ্রেগরি ফারানেলো বলেন, ‘জুলাই মাসে সুদের হার কমার সম্ভাবনা একেবারেই নেই। ফেড গ্রীষ্মকালীন ছুটিতে চলে গেছে বলা যায়।’