সত্যিই কি প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা!

বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কল্কি ২৮৯৮ এডি ছবির সহঅভিনেতা প্রভাসকেই মন দিয়েছেন দিশা পাটানি। এবার আবার নতুন করে উসকে গেল তাঁদের প্রেমের গুঞ্জন। কেন? নেপথ্যে আছে দিশার হাতের নতুন ট্যাটু।

দিশা পাটানির নতুন ট্যাটু উসকে দিল প্রভাসের সঙ্গে প্রেমের জল্পনা

কল্কি ২৮৯৮ এডি ছবিতে দিশা পাটানিকে রক্সি নামক চরিত্রে দেখা গিয়েছে, অন্যদিকে নাগ অশ্বিন পরিচালিত ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব। এই ছবিতে একসঙ্গে প্রথমবার কাজ করলেন তাঁরা। তারপরই উসকে গিয়েছে তাঁদের প্রেমের গুঞ্জন। এবার সেটা আরও বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে। সেখানে তিনি PD লিখিয়েছেন। আর এটা দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা।

যদিও যে ছবি প্রকাশ্যে এসেছে সেটা কতটা সত্য সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু ভক্তরা মোটেই সেসবের পরোয়া না করে নিজেদের মতো করে ফের গুঞ্জনে মন দিয়েছেন। এবং অনুমান করা শুরু করেছেন যে এই PD অক্ষর দুটোর ফুল ফর্ম কী হতে পারে।

দিশা পাটানির হাতে লেখা এই PD অক্ষর দুটো দেখে কোনও কোনও নেটিজেন মনে করছেন এটার পুরো অর্থ হচ্ছে প্রভাস ডার্লিং। এবং তাঁদের মতে এই দুই তারকা নাকি সত্যিই প্রেম করছেন।


চঞ্চলের সেলফিতে জায়েদ খান, সাথে কলকাতার দর্শনা
ফাইনাল জিতে কেন মাটির টুকরো মুখে দিয়েছিলেন রোহিত? যা জানা যাচ্ছে

কবে বাজারে আসলো আইফোন? শুরুতে ব্যবসা কেমন ছিল? এর দামই বা এত বেশি কেন


যদিও কারও মতে আবার অভিনেত্রী নিজের নামের আদ্যক্ষরগুলো উল্টো করে লিখেছেন। অর্থাৎ দিশা পাটানির DP টা তিনি PD করে লিখেছেন। কারও মতে আবার তাঁদের দুজনের নামের শুরুর অক্ষর দুটো দিয়ে এই ট্যাটু করিয়েছেন দিশা, মানে প্রভাসের P আর দিশার D।

কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *