“সব সময় কি ইমোশন কন্ট্রোল করা যায়?” হাসপাতালে ছেলেকে জড়িয়ে পরীমণির আবেগঘন মুহূর্ত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মর্মাহত। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমণি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য। পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ।

পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘প‍্যানিক অ‍্যাটাক মোটেই কোনো সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ংকর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তারা (মেডিসিন, কার্ডিওলজি এবং সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে! আমি জানি না, আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’ 

ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এতটাই ট্রমাটাইজড হয়েছেন নায়িকা যেন নিজেকে শান্তনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন। জড়িয়ে ধরছেন, শরীরে হাত নেড়ে দিচ্ছেন বারবার।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’