হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বার্তা এলে চ্যাটবক্সে বারবার প্রবেশ করে বার্তা আদান-প্রদান করতে হয়। এতে অপেক্ষাকৃত বেশি সময়ের প্রয়োজন হয়।
তবে ব্যবহারকারী চাইলে ফোনের পর্দায় নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ চ্যাটের শর্টকাট তৈরি করতে পারেন। এতে করে সেই ব্যক্তির সঙ্গে বা গ্রুপে বার্তা বিনিময়ের জন্য বারবার হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে না।
অর্থাৎ ফোনের পর্দায় থাকা শর্টকাটে ট্যাপ করে সরাসরি সেই ব্যক্তি বা গ্রুপের চ্যাটবক্সে প্রবেশ করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পর্দায় নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ চ্যাটের শর্টকাট তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।
প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের নামে ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করার পর প্রদর্শিত অপশন থেকে ‘অ্যাড চ্যাট শর্টকাট’ বাটন নির্বাচন করতে হবে। একটি পপআপ বক্স দেখা যাবে। এবার বক্সটির নিচে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করলেই সেই চ্যাটের শর্টকাট ফোনের পর্দায় আলাদাভাবে দেখা যাবে।