হানিমুনে কোথায় গেলেন অনন্ত-রাধিকা?

বিয়ের পর একান্তে সময় কাটানোর জন্য কোস্টারিকার একটি বিলাসবহুল হোটেলে গেছেন অনন্ত ও রাধিকা। সেই হোটেলে এক রাত কাটাতে খরচ হয় লাখ লাখ রুপি।

গত ১ অগস্ট কোস্টারিকার একটি হোটেলে পৌঁছান। সেই বিলাসবহুল হোটেলটি কোস্টারিকার ফোর সিজন রিসোর্ট, যেটি কাসা লাস ওলাস নামে পরিচিত।

প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই হোটেলটি ১৮ হাজার ৪৭৫ বর্গফুটের ওপর তৈরি। আম্বানির পুত্র ও তার পুত্রবধূ এই হোটেলের যে ভিলায় রয়েছেন সেখানে মোট ছ’টি বেডরুম রয়েছে। এজন্য ট্যাক্স ও অতিরিক্ত রিসোর্ট ফি ছাড়াই প্রতিরাতের খরচ পড়বে ১৬ লাখ রুপি।


সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না

ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি এখন মেসির

ভারতীয়রা শিক্ষার পেছনে যতটা না ব্যয় করে, তার চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় করে বিয়েতে


হোটেলে শিশুদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। অতিথিরা যদি সাঁতার কাটতে আগ্রহী হন, তা হলে গভীর সুইমিং পুলে ডুব দিয়ে ইচ্ছাপূরণ করতে পারবেন।

অতিথিদের শরীরচর্চার জন্য হোটেলে রয়েছে বিশাল জিম। সেই জিমে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *