নিজের স্ত্রীকে মোটরসাইকেলের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছেন এক নৃশংস স্বামী। পাথুরে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ায় যন্ত্রণায় চিৎকার করছিলেন ওই নারী। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নাগৌর জেলায়।
স্ত্রীর অপরাধ- তিনি বোনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আর এ কারণেই শাস্তি দিতে তাকে কয়েক সেকেন্ড এভাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
কয়েক সেকেন্ড পর লোকটি তার বাইক থেকে নেমে নারীর শরীরের ওপর পা তুলে দেন। ওই নারী ততক্ষণে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ব্যথায় কাঁদছিলেন।
রাজস্থানে ঘটনাটি ঘটেছিল গত মাসে। কিন্তু সম্প্রতি সামাজিকমাধ্যমে এই ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, দুইপা বাঁধা অবস্থায় তাকে বাইকের পেছনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
হানিমুনে কোথায় গেলেন অনন্ত-রাধিকা?
সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না
ভারতীয়রা শিক্ষার পেছনে যতটা না ব্যয় করে, তার চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় করে বিয়েতে
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি ‘বউ কেনার’ সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। ভারতের কিছু রাজ্যে টাকার বিনিময়ে বউ কেনা প্রথা চালু আছে। যাদেরকে এই প্রথা অনুযায়ী বিয়ে করা হয় তারা অন্যদের তুলনায় শারীরিক ও মানসিকভাবে বেশি সহিংসতার শিকার হন বলে প্রতিবেদনে বলা হয়।