স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে ২০ বছর বয়সী তারকা 

আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজের জন্য আজসোমবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তারকা কপার কনোলি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগব্যাশে গেল আসরেদুর্দান্ত পারফর্ম করায় তাকে স্কোয়াডে যুক্ত করেছে অসি টিম ম্যানেজমেন্ট।


চাকরি পেতে টিশার্টেই সিভি, রাস্তায় ঘুরলেন যুবক

ভুল কক্ষপথে স্যাটেলাইট রেখে এলো ইলন মাস্কের স্টারলিংক

নতুন তিন বাইক আনছে রয়েল এনফিল্ড


স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের জায়গা দখল করেছেন আরেক তরুণ জ্যাকফ্রেজার ম্যাকগ্রা। টিটোয়েন্টি বিশ্বকাপের পরআন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে ওয়ার্নার অবসর নেওয়ায় সুযোগ মিলেছে এই তরুণের।বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার ম্যাথিউ ওয়েড। ওয়েডের বদলি হিসেবে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন জস ইঙ্গলিশ। এই সিরিজগুলোর জন্যবিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

এছাড়া টিটোয়েন্টি সিরিজ দুটি মিস করবেন গ্লেন ম্যাক্সওয়েল মিচেল স্টার্ক। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেখেলবেন এই জুটি। প্রথমবারের মতো বাবা হওয়ার কারণে তাদের মতো টিটোয়েন্টি সিরিজ দুটি না খেলে ওয়ানডেসিরিজে যোগ দেবেন ম্যাথিউ শট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *