ভারতে সফরে যাওয়ার আগে শান্ত জানিয়েছিলেন, ছন্দে ফিরবেন তিনি। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে কথাও রেখেছেন বাংলাদেশের অধিনায়ক।
তবে ২৮০ রানে হেরে যাওয়া দলের কাজে আসেনি। দলের না আসলেও ব্যক্তিগত লাভ হয়েছে তার। দুর্দান্ত ইনিংসটির জন্যই আইসিসির র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন তিনি।
আজ আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে জায়গা পেয়েছেন শান্ত।
অন্যদিকে ৩২ ও ২৫ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে চেন্নাই টেস্টের মলিন পারফরম্যান্সের জন্য অবনতি হয়েছে লিটন দাস (২০ নম্বর), মুশফিকুর রহিমের (২৩ নম্বর)।
ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে অবনতি হয়ে সাকিবের। ৬ ধাপ পিছিয়ে এখন ৩৩ নম্বরে তিনি।
অন্যদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন। আরেক পেসার তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।