আমি তোমার কি আর এমন লাগি শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
সালমা বলেন, ‘শিগগির গানটির গানচিত্র প্রকাশিত হবে কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। এই সপ্তাহে আরও কয়েকটি গানে কণ্ঠ দেব।
সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না
ডায়াবেটিস হলে হার্ট কিডনির প্রতি বিশেষ মনোযোগ দিন
আম্বানি বাড়ির বিয়ে খেয়ে মুগ্ধ যশ-নুসরাত
কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা ‘ক্লোজআপ ওয়ান’ দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান গেয়ে শ্রোতাদের ছুঁয়ে দিয়েছেন।