সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সোমবার দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে গোলে হারায়বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল সমতায়।

টাইব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ; থাংলাংসুন গাঙ্গতের প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপরচার শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু আশরাফুল হক আসিফলক্ষ্যভেদ করেন।

ভারতের তিনজন জালের দেখা পাওয়ার পর আকাশ তিরকে আসেন পঞ্চম শেষ শট নিতে। আসিফ তা ফেরানোরসাথে সাথেই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।


স্ত্রীকে বাইকের পেছনে বেঁধে টেনে নিলেন স্বামী

আসছে আইফোন ১৬, থাকছে ক্যাপচার বাটন। জেনে নিন কী কাজ এর

এবার স্মার্ট আংটি আনছে অ্যাপল


বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি পর্যন্ত অনূর্ধ্ব১৮, ১৯ ২০এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব২০ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠল দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *