সাকিবকে জরিমানা করলো আইসিসি

রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসির নিয়ম ভাঙার অপরাধে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তার ম্যাচ ফির ১০শতাংশ জরিমানা হয়েছে।

ঘটনার শুরু পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। ৩৩তম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব। তখন ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদরিজওয়ান। সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। সাকিব শুরুতে থেমে গেলেও, বল হাতথেকে ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি।

২১ আগস্ট থেকে টেস্ট, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

ভারতীয়রা শিক্ষার পেছনে যতটা না ব্যয় করে, তার চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় করে বিয়েতে

নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, কারা আছেন টিমে

নিজের অপরাধ সাকিব স্বীকারও করেছেন। ফলে তার বিরুদ্ধেআনুষ্ঠানিক কোন শুনানি হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *