অনন্ত–রাধিকার রিসেপশনে যোগ দিয়ে তাদের পাশে দাঁড়ালেন টালিউডর অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আম্বানি পরিবারেররিসেপশনে গিয়ে অনন্ত–রাধিকার সঙ্গে ছবি তুলেছেন রুক্মিণী। সেই ছবি শেয়ার করেই ভালোবাসার বার্তা দিয়েছেন এঅভিনেত্রী।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী লেখেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না। বরং জীবনে চলারপথকে নতুনভাবে আলোকিত করে। আর আমরা অনন্ত–রাধিকার মুখের হাসি দেখে সেটারই সাক্ষী থাকলাম। আরওএকবার নবদম্পতিকে শুভেচ্ছা, ভালোবাসা।’
গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন
গোটা বলিউড মজেছিলো অনন্তর বিয়েতে কিন্তু ছিলেন না আমির, কাজল, কারিনারা
চাকরি পেতে টিশার্টেই সিভি, রাস্তায় ঘুরলেন যুবক
আম্বানিদের রোববারের অনুষ্ঠানে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছে টালিউড তারকারা। কেউ খাঁটি বাঙালিয়ানা পোশাকেকেউ বা আবার পশ্চিমা পোশাকে রূপের আভা ছড়িয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে টালিউড থেকে আরও গিয়েছিলেন রিয়া সেন, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়প্রমুখ।
শোবিজ, রাজনীতি, ব্যবসায়জগৎসহ বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে গত ১২ জুলাই অনন্ত–রাধিকা বিবাহবন্ধনেআবদ্ধ হন।