সংসার ভাঙছে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের। ৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।
বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আদালতে ডিভোর্সের আবেদনও করছেন তিনি। শোনা যাচ্ছে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন অভিনেত্রী। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাদের। শুধু অন্য ধর্মে বিয়ে করার জন্য নয়; বয়সের পার্থক্যের কারণেও কম কটাক্ষ শুনতে হয়নি ঊর্মিলাকে।
তবে এত দিন ধরে সবাই জেনেছিলেন তাদের সুখী দাম্পত্য। তাদের কোনও কলহের কথা প্রকাশ্যে আসেনি। তাই ডিভোর্সের প্রসঙ্গে প্রকাশ্যে আসার পর ভক্তরা হতবাক হয়েছেন।
কাশ্মীরের ব্যবসায়ী মহসিন সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও তিনি মডেলিং করেছেন। তাদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইয়ের মেয়ের বিয়েতে।
তার দুই বছর পর বিয়ে করেছিলেন তারা। মনীশ পরোক্ষভাবে এই জুটির যোগাযোগের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন।