এখন চলছে কার্তিক মাস। মাঝে অগ্রহায়ণ, তারপরেই পৌষ মাস।
অর্থাৎ ঋতু হিসেবে শীতকাল আসতে এখনো দেড় মাস বাকি। তবে অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ায় এখন আসতে শুরু করেছে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু।
ফলে বাতাসের হিম হিম অনুভব হচ্ছে রাতে। ফলে বাতাসের হিমহিম ভাবও যেমন পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতে বা শেষ রাতে হিমেল হাওয়া মিলছে কিছুটা। একই সঙ্গে গরম বাতাসও পাওয়া যাচ্ছে।