লাহোর থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল!

পাকিস্তানের লাহোর নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হতে পারে দুবাইয়ে। ভারতীয় দলের ম্যাচগুলোও দুবাইয়ে আয়োজন করার কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, শুরু হওয়ার কথা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল হওয়ার কথা লাহোরে। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হতে পারে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে ফাইনালের কেন্দ্র পরিবর্তনের পরিকল্পনা রয়েছে আইসিসি কর্তাদের।

আইসিসি সূত্রে খবর, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। আবার ভারতকে সে দেশে খেলতে যেতে বাধ্যও করতে চান না আইসিসি কর্তারা। গত এশিয়া কাপের মতো আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে করার কথা ভাবা হয়েছে। ভারতের সেমিফাইনাল হতে পারে আবুধাবি বা শারজায় তবে বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে।

আইসিসি হাইব্রিড মডেলের কথা ভাবলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির আশা, ভারতীয় দল পাকিস্তানে যাবে। নকভি বলেছেন, ‘‘আশা করি ভারতীয় দল পাকিস্তানে আসবে। ওদের না আসার কোনও কারণ আছে বলে মনে হয় না। সব দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *