বিরাট কোহলি পরিবার নিয়ে লন্ডনে থাকবেন বলে গুঞ্জন ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে সে দিনই চলে গিয়েছিলেন লন্ডনে, স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে দেখা করতে। সেই জল্পনার মাঝেই বিরাটের পোস্ট। তাতে জল্পনা আরও বাড়ল
বিরাট এখন লন্ডনে। সেখান থেকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, “আমার আলিবাগের বাড়ি তৈরির প্রতিটি মুহূর্ত দুর্দান্ত। সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর বেশ স্বস্তি লাগছে। অপেক্ষা করছি এই বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে থাকার জন্য।”
তবে বিরাট পাকাপাকি ভাবে ওই বাড়িতে থাকবেন কি না তা স্পষ্ট নয়। কারণ ওই ভিডিওতে বিরাটকে বলতে শোনা যায়, “ছুটি কাটানোর জন্য এটা দুর্দান্ত জায়গা। সকলের মাঝে থেকেও সকলের থেকে আলাদা থাকা যায়। বিশ্বমানের স্পা রয়েছে এখানে। আমার জন্য এটা খুবই আকর্ষণীয়। বসার ঘরটাও দারুণ। আমি চেয়েছিলাম ঘরে প্রাকৃতিক আলো থাকুক। সেটাই করা হয়েছে। সাজানোটা খুবই ‘ক্লাসি’। এখানে বসলে সব চিন্তা দূর হয়ে যায়।” ‘ছুটি কাটানের জন্য দুর্দান্ত জায়গা’ বলে কি বিরাট তবে এটাই বোঝাতে চেয়েছেন যে, তিনি আলিবাগে শুধু ছুটি কাটাতেই আসবেন? এই নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাটদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধেও হয়তো খেলবেন না তিনি। কিছু দিন বিশ্রাম নেওয়ার পর আবার মাঠে ফিরবেন বিরাট। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
বিরাট কোহলি