রিকেট রোগে শিশুদের বাড়ন্ত হাড়ের ত্রুটি দেখা দেয়। খনিজ পদার্থ ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’র অভাবে এ রোগ হয়। এতে শিশুর হাড় বেঁকে যায়, হাড়ে ব্যথা হয়, পায়ের বিকৃতি দেখা যায়; এমনকি হাড় নরম হয়ে ভেঙে যেতে পারে। শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
কীভাবে বুঝবেন
শিশুদের দুই থেকে তিন মাসের মধ্যে যেসব লক্ষণ দেখা যেতে পারে—
- খুলির হাড় নরম হওয়া।
- মাথার খুলি চারকোনা বাক্সের মতো হওয়া।
- দুধদাঁত বিলম্বে ওঠা, দাঁত ক্ষয় হওয়া।
- বুকের পাঁজরের হাড়গুলো বুকের সামনে বৃদ্ধি পাওয়া।
- কবুতরের বুকের মতো বুকের খাঁচা পরিবর্তিত হওয়া।
- কবজি ও গোড়ালির হাড় বেড়ে যাওয়া
- হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পা সামনের দিকে বেঁকে যাওয়া।
- হাঁটুর কাছ থেকে দুই পা দুই দিকে বেঁকে যাওয়া
- টিটানিতে আক্রান্ত হওয়া।
তুফানের পর আসছে ‘তুফান ২’, জানালেন রায়হান রাফী
সপ্তাহে চার দিনের অফিস পরীক্ষামূলকভাবে চলছে ইংল্যান্ডের কিছু প্রতিষ্ঠানে
ফলের রস খেলে যেসব বিষয় জেনে রাখা ভালো
বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখার উদ্দেশ রিকেট রোগ সম্পর্কে শুধু প্রাথমিক ধারণা দেয়া। চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।