বাইক যে ভালোবাসে রয়েল এনফিল্ডও সে ভালোবাসে।নব্বই দশক থেকেই বড় বড় তারকাদের পছন্দের তালিকায়শুরুতেই ছিল রয়্যাল এলফিল্ড বাইক।
এবার আরও তিনটি নতুন মডেল বাজারে আনছে রয়্যাল এনফিল্ড। দেখে নিন কী কী বাইক আসছে বাজারে–
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০
এটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান মডেলের উপরে তৈরি হয়েছে। এর পাশাপাশি এতে একটি ৪৫২ সিসির লিকুইড কুলডইঞ্জিন রয়েছে। যা ৪০বিএইচপি এবং ৪০এনএম টর্ক তৈরি করে, একটি ছয়–স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।মোটরসাইকেলটিতে ফোন সংযোগ করার সুবিধাও থাকছে। বাজারে যে ট্রায়াম্ফ স্পিড ৪০০ বাইক রয়েছে, এটি তার সঙ্গেওপাল্লা দেবে বলে জানা গিয়েছে।
২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে রয়েছে এই বাইকটি। নতুন মডেলে নতুন কালার স্কিম এবংকিছু নতুন বৈশিষ্ট্য ইনস্টল করা থাকবে। তবে আগের মতই ইঞ্জিন থাকবে এতে, এতে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএমটর্ক উৎপন্ন হবে।
কী এমন আছে এ সিনেমায়, যা দর্শকদের মুগ্ধ করেছে?
দেশে পৌনে ৮ লাখ মানুষ বাতজনিত রোগে ভুগছেন
তুফানের পর আসছে ‘তুফান ২’, জানালেন রায়হান রাফী
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ টুইন
৬৫০ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক টুইন বাইকটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ২০২৫ সালের মধ্যেই এটি বাজারেচলে আসবে। এই বাইকটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০–এর মতই হতে চলেছে। এছাড়াও সিঙ্গেল পিস হিট, ক্রোমকেসিং স্পোক হুইল সহ রাউন্ড এলইডি হেডল্যাম্প এবং আপ রাইট হ্যান্ডলবারের মত ফিচার্স থাকবে এতে।