যে কারণে এতো আলোচনায় ভুলভুলাইয়া ৩

১ নভেম্বর মুক্তির পর থেকে ঠিকই আলোচনায় আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩’। বাংলাদেশের দর্শকদেরও সিনেমাটি নিয়ে আগ্রহ রয়েছে, কয়েক দিন ধরে গুগল ট্রেন্ডিংয়েও রয়েছে সিনেমাটি। কিন্তু কেন আলোচনায় এই সিনেমা?

এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। এমনকি ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই পর্দায় কী কী ঘটতে পারে, তা নিয়ে অনুসারীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা তৈরি হয়।

ভুলভুলাইয়া’র প্রথম কিস্তির সেই ‘মঞ্জুলিকা’কে নিয়ে এখনো কথা হয়। অবধারিতভাবে চর্চা হয় এই চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানকে নিয়েও। কিন্তু দ্বিতীয় কিস্তিতে ছিলেন না বিদ্যা, তাঁর বদলে সেই ছবিতে দেখা যায় টাবুকে। কিন্তু দ্বিতীয় কিস্তি মুক্তির পর থেকেই মঞ্জুলিকা চরিত্রটি ফেরাতে একরকম দাবিই তোলেন দর্শকেরা। ফল, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ফিরেছেন বিদ্যা। ট্রেলারের তাঁর কণ্ঠে বাংলা সংলাপ শুনেই শুরু হয় আলোচনা। ফল, পর্দায় ‘মঞ্জুলিকা’র ফেরা মিস করতে চাননি দর্শকেরা।

ভুলভুলাইয়া ৩’ ছবির অন্যতম ইউএসপি বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিত। তাঁরা ঠিক কোন কোন চরিত্রে অভিনয় করছেন? ছবি মুক্তির আগে এ নিয়ে অনেক কথাই শোনা যায়। কেউ কেউ বলেন, এ ছবিতে আসলে দুই ‘মঞ্জুলিকা’। পর্দায় তাঁদের সেয়ানে সেয়ানে টক্কর হবে। আসলেই কি তা–ই? সেটা দেখতে ভিড় করেছেন দর্শকেরা।

গল্প তেমন জমাটি নয়, চিত্রনাট্যেও অনেক দুর্বলতা আছে। তবে ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয় নিয়ে কথা হবে না। ‘ভুলভুলাইয়া ৩’ দেখার পর এমনটা বলেছেন অনেক সমালোচক। কয়েক বছর ধরেই হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ অভিনেতা হয়ে উঠেছেন কার্তিক, তাঁর আলাদা ভক্তশ্রেণি তৈরি হয়েছে। ছবিটি মুক্তির পর কার্তিকের অভিনয়ের প্রশংসা মুখে মুখে ছড়িয়েছে। ফলে ছবিটি দর্শক টেনেছে।  


‘স্ত্রী’ দিয়ে বলিউডে নতুন করে আলোচনায় আসে হরর-কমেডি ঘরানার সিনেমা। সেই পথ ধরে চলতি বছর ‘মুনজ্যা’ ও ‘স্ত্রী ২’ দুর্দান্ত ব্যবসা করে। ফলে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটিও যে ব্যবসা করবে, সেটা অনেক বিশ্লেষকই অনুমান করেছিলেন। বাস্তবে হয়েছেও তা–ই। হ্যালোইন, ভূতচতুদর্শী, দেওয়ালির মতো উৎসবের আমেজে এ ধরনের হালকা মেজাজের হরর-কমেডি দেখতে পছন্দ করেছেন দর্শকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *