নায়াগ্রা জলপ্রতাতে ঘুরতে যাওয়ার স্বপ্ন ছিল মেহজাবীনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। নায়াগ্রা জলপ্রপাতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এ কথা জানান মেহজাবীন চৌধুরী।
ছবিতে তাঁকে খোশমেজাজে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল সাদা প্যান্ট। নীল লুরেক্স স্লিম নিট শার্টে পরিপাটি লাগছিল অভিনেত্রীকে। খোলা চুলে চোখে রোদচশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি দেখে অভিভূত তাঁর ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসাবাক্যে।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়ী হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। একের পর এক নাটক-বিজ্ঞাপনে দর্শকের নজর কাড়েন তিনি। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই অভিনেত্রী।