মাত্র এক সপ্তাহে ইউটিউবে রাজা রোনালদো

মাঠে রোনালদোর রেকর্ড ভাঙা গড়া নতুন কিছু নয়। তবে এবার মাঠের বাইরেও নিজের জাত চেনালেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার একচেটিয়া দাপট রয়েছে। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী রয়েছে তার।ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) অন্য সব প্ল্যাটফর্মে তার ভক্তরা সবচেয়ে বেশি। এবার ভিডিও শেয়ারিং জায়ান্টপ্ল্যাটফর্ম ইউটিউবেও রেকর্ড গড়লেন সিআর সেভেন। নিজের চ্যানেল খোলার মাত্র দেড় ঘণ্টার ব্যাবধানে ইউটিউবেরইতিহাসে দ্রুততম মিলিয়নের রেকর্ড সাবস্ক্রাইবার অর্জন করলেন এই পর্তুগিজ মহাতারকা।


রসুনের এসব খারাপ দিকের কথা জানতেন?

২১ আগস্ট থেকে টেস্ট, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের 

গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন 


বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইউআর ডট ক্রিশ্চিয়ানো নামে সেই ফেরিভায়েড চ্যানেলটি লঞ্চ করা হয়। ইতোমধ্যেইডজনখানেকেরও বেশি ভিডিও রিলস আপলোড করতে দেখা গেছে চ্যানেলটিতে। চ্যানেলটি লঞ্চ করার দেড় ঘণ্টারমধ্যে ১০ লাখ অনুসারী চ্যানেলটির পরবর্তী ভিডিও আপডেট তথ্য পাওয়ার জন্য সেখানে সাবস্ক্রিপশন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *