টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত গত ১০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মায়ের শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস হয়েছে। একাধিক পরীক্ষার পর জানা যায়, প্লেটলেট রক্তচাপ কমে গেছে। শরীরে আরো নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
মাকে হারানোর ভয় খানিকটা চেপে ধরেছে ঋতুপর্ণাকে। তার ভাষায়, ভেন্টিলেশন শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পান। আমারও ভয় লাগছে। খুবই মন খারাপ। কিন্তু ইতিবাচক ভাবনাও ধরে রাখার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। তাই আশা এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন।