সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিনেমা ‘চালচিত্র’ ।
পশ্চিমবঙ্গের পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়েই টালিউডে অভিষেক হচ্ছে ঢাকার অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এত দিন সিনেমাটির মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সুখবরটি ‘চালচিত্র’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান এভাবেই জানিয়েছেন, এ বছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনভেস্টিগেটিভ থ্রিলারটি।
‘চালচিত্র’ ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনয়শিল্পী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। গতকাল প্রকাশ করা হয় এসব চরিত্রের ফার্স্টলুক। এতে অপূর্বকে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে, গালভর্তি দাড়ি। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন।
সিনেমাটি নিয়ে অপূর্ব সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা তো থ্রিলার। একধরনের লুকোচুরি খেলা চলতে থাকবে গল্পজুড়ে। গল্প নিয়ে কিছু বলা নিষেধ আছে। শুধু এটুকু বলি, অসাধারণ গল্প। দারুণ টিম। আমরা চমৎকার পরিবেশে কাজ করেছি। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি।’
নির্মাতা জানিয়েছেন, ‘চালচিত্র’ থ্রিলার হলেও পারিবারিক সম্পর্ক আর আবেগের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমার অ্যাকশনের দিকেও দেওয়া হয়েছে বিশেষ মনোযোগ। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘মূলত “কপ” মুভির মতো তৈরি করতে চেয়েছি “চালচিত্র”।’