আমি জানি কেমন মনে হয় (বিবাহবিচ্ছেদ), এবং ছোটবেলায় আমারও মনে হয়েছিল, কোনও দিন এটা আমি আমারসন্তানদের সঙ্গে হতে দেব না।
বিবাহবিচ্ছেদ নিয়ে এমন ভাবলেও নিজের জীবনেই এ ঘটনার ভিতর দিয়ে যেতে হয়েছে ফারহান আকতারকে। একইঅভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে বাবা জাভেদ আকতারকেও।
সম্প্রতি অধুনার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে ফারহান বলেন, ‘খুবই কঠিন ছিল। পাশাপাশি এটাও মাথার মধ্যে কাজকরছিল যে শৈশবে আমারও অভিভাবকদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।’
ফারহান জানান, বিবাহবিচ্ছেদের আগে তিনি এবং অধুনা সন্তানদের সঙ্গে খোলাখুলি কথা বলেন। সন্তানরা যে তাঁদেরসিদ্ধান্তের নেপথ্য কারণ নয়, সে কথাও তারা নিজেদের মধ্যে আলোচনা করে নেন।
স্ত্রীকে বাইকের পেছনে বেঁধে টেনে নিলেন স্বামী
নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, কারা আছেন টিমে
ভারতে Samsung Galaxy F34 কিনতে চাইলে এখনই সেরা সময়
বাবা–মায়ের বিচ্ছেদ নিয়ে চারপাশে তাকে কটাক্ষ সহ্য করতে হয়েছিল বলেও জানান ফারহান। অভিনেতার মতে প্রথমত, সেই সময় সমাজে বিবাহবিচ্ছেদের ঘটনা খুব স্বাভাবিক ছিল না। দ্বিতীয়ত, বাবা–মা তারকার হওয়ার কারণে বিষয়টিগোপন রাখা যায়নি। ফারহান বলেন, ‘স্কুলে কোনও বন্ধুর সঙ্গে ঝগড়া হলেই শুনতে হত আমার বাবা, আমার মাকে ছেড়েচলে গিয়েছেন। তখন খুব কষ্ট হত।’