স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর সময় খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপ শেষ দেশে ফেরার পর বিবাহবিচ্ছেদের কথা জানান হার্দিক পান্ডিয়া। ছেলেকে নিয়ে ভারত ছেড়ে চলে গেছেন হার্দিকের স্ত্রী নাতাশা।
বিবাহবিচ্ছেদের পর আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন হার্দিক। কয়েক দিনের ছুটি নিয়ে একাই ঘুরতে গেছেন এই তারকা অলরাউন্ডার। ঘুরতে গিয়ে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, কোনও একটি পুলের পাশে তিনি হেটে বেড়াচ্ছেন, পিছনে পাহাড় ও সমুদ্রও দেখা যাচ্ছে। তবে কোথায় ঘুরতে গেছেন সেই বিষয়ে কিছু জানানি তিনি।
২১ আগস্ট থেকে টেস্ট, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে ২০ বছর বয়সী তারকা
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছেন হার্দিক। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। শেষদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। সেখানে হার্দিকের অবদান ছিল সবচেয়ে বেশি। একাই নিয়েছিলেন ৩ উইকেট। পরে ৭ রানে ম্যাচটি জিতে যায় ভারত।