বাংলাদেশ-ভারত টেস্টে ব্যাপক বৃষ্টির শঙ্কা

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে এই ম্যাচে বৃষ্টি বাংলাদেশকে লড়াইয়ের সুযোগও নাও দিতে পারে। এছাড়া রয়েছে বায়ুদূষণের সমস্যাও।

আগামী শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।

টেস্টের প্রথম দিন শুক্রবার আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী কানপুরে বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। দিনে অন্তত ৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে আর সারাদিনই আকাশ মেঘে আচ্ছন্ন থাকার কথা। পরের দিন ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার কথা অন্তত ৩ ঘণ্টা। ম্যাচের তৃতীয় দিনের থাকবে বৃষ্টি, সেদিন এর সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে আবহাওয়ার পূর্ভাবাস মিললে এই ম্যাচে ফল বের হওয়া কঠিন হবে। 

বৃষ্টি ছাড়াও কানপুরে বড় সমস্যা বায়ুদূষণ। এখানে সর্বশেষ টেস্ট হয় ২০২১ সালে। তখন বাজে আলোর কারণে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচ ড্র হয়।

শুধু তাই নয়, কানপুরের এই স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলোও ঠিক নেই। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভিআইপি গ্যালারির ওপরের অংশে থাকা ফ্লাডলাইটের ৮টি বাতি নষ্ট অবস্থায় রয়েছে। ফলে আলোকস্বল্পতা দেখা দিলে খেলা চালিয়ে যাওয়া নিয়েও আছে শঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *