কোপার ফাইনাল শেষ হতেই লিওনেল মেসির পাশে লেখা হয়ে গেলো বিরল এক রেকর্ড। এতদিন এই রেকর্ডটা তিনিভাগাভাগি করছিলেন, তারই ক্লাব সতীর্থ, ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের সঙ্গে।
ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৪৪টি শিরোপা জয় করেছিলেন দানি আলভেজ। লিওনেল মেসিও ইন্টার মিয়ামিরহয়ে গত বছর লিগস কাপ জয় করে নাম লিখেছিলে আলভেজের পাশে। এবার কোপা আমেরিকা জয় করেআলভেজকেও ছাড়িয়ে গেলেন তিনি। এখন লিওনেল মেসিই ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার।
৪৫টি শিরোপার মধ্যে ৩৯টিই জয় করেছন তিনি ১৭ বছরের বার্সেলোনা ক্যারিয়ারে। সব মিলিয়ে ১২টি লিগ শিরোপাজিতেছেন তিনি। এর মধ্যে ১০টি বার্সায় এবং ২টি পিএসজির হয়ে। চারটি চ্যাম্পিয়ন্স লিগের সবগুলোই জয় করেছেনবার্সার জার্সিতে।
গোটা বলিউড মজেছিলো অনন্তর বিয়েতে কিন্তু ছিলেন না আমির, কাজল, কারিনারা
ভুল কক্ষপথে স্যাটেলাইট রেখে এলো ইলন মাস্কের স্টারলিংক
গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন
আর্জেন্টিনার হয়ে মেসি জয় করেছেন ২০০৫ সালে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ, ২০০৮ সালে বেইজিংয়ে অলিম্পিক গোল্ড, ২০২১সালে কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, একই বছর সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকাশিরোপা।