আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার এবার মাঠ থেকে বিদায় নেওয়ার পালা। দি মারিয়া সেই সুযোগটা পাচ্ছেন দল কোপা আমেরিকার ফাইনালে ওঠায়।
তবে প্রশ্ন উঠছে, নিজের বিদায়ী ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন দি মারিয়া? ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এর জবাব দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন কোচ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, দি মারিয়াকে শুরুর একাদশে নিতে তাঁর বিদায়ী ম্যাচের বিষয়টি আমলে নেওয়া হবে না।
তিনি বলেছেন, ‘যদিও আমরা জানি, এটি আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়ার শেষ ম্যাচ, তবে দল সবার আগে। আমরা যদি মনে করি দি মারিয়াকে প্রয়োজন, তাহলে সে খেলবে। যদি সে না খেলে, তাহলে বুঝতে হবে আমরা ভিন্নভাবে ভেবেছি। কোচ হিসেবে আমাদের ম্যাচ সম্পর্কে ভাবাটা জরুরি। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে। আশা করছি সব যেন ঠিকঠাক হয়, আনহেল (দি মারিয়া) সেরা উপায়েই অবসর নিতে পারে।’
হোয়াটসঅ্যাপ চ্যাটের শর্টকাট যেভাবে অ্যাড করা যায়
যে গ্রহে পচা ডিমের গন্ধ ছড়ায় সারাক্ষণ
দাদাগিরি’ থেকে কত আয় সৌরভ গাঙ্গুলীর, শুনলে চমকে যাবেন
তিনি আরো বলেন ‘ম্যাচ বিবেচনা করেই আমরা শুরুর একাদশ সাজাই। ইকুয়েডরের বিপক্ষে আনহেল শুরুর একাদশে ছিল না, বদলি হিসেবেও নামেনি। সেই ম্যাচটাও তার শেষ ম্যাচ হতে পারত। সিদ্ধান্ত সঠিক না ভুল ছিল জানি না। তবে তখন আমরা ভেবেছি সেই ম্যাচে তাকে দরকার নেই। দিন শেষ সবকিছু ভালোই হয়েছে। সে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে। অবশ্যই সে ফাইনালেও খেলতে পারে।’
তবে আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। মানে, গত বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তাঁরা ফাইনালেও খেলবেন।