জুলাইয়ে সোহিনী-শোভন বিয়ে করেছেন। সেই বিয়ের পর থেকেই সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় সমবেদনা পেতে ব্যস্ত।
সেটা দেখে ক্ষেপেছেন রণজয়ের আরেক প্রাক্তন মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতার বিরুদ্ধে। পাল্টা অভিযোগ করতে ছাড়েননি রণজয়ও। আর এসব বিষয়ের পরই নাকি অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সোহিনী ও সায়ন্তনী দুজনের পক্ষ থেকেই। যদিও রণজয় বিষ্ণু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সোহিনী ও সায়ন্তনী দুই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। তবে দুটো সম্পর্কই টেকেনি। দুই অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, সোহিনী-শোভনের বিয়ের পর নাকি রণজয় কাছের মানুষদের কাছে তাদের অতীত নিয়ে কুকথা বলতে থাকেন। তারপরই শুরু হয় চর্চা। সোহিনী ও সায়ন্তনী দুজনেরই অভিযোগ, রণজয় নাকি তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। তাদের কাছ থেকে আর্থিক সহায়তাও নিয়েছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ রণজয়।
এবার হোয়াটসঅ্যাপেও আসছে ভেরিফায়েড ব্যাজ
সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না
স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দলে ২০ বছর বয়সী তারকা
এক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছিলেন যে তিনি এবং তার পরিবার এই ধরনের কুৎসা শুনতে শুনতে মানসিক দিক থেকে আহত। তিনি প্রয়োজনে এইসব অপমানের জবাব দেবেন আইনি পথে।