নেপালকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রিকেটের পর সফলতা ফুটবলেও। দীর্ঘ আট বছর পর সাফের বয়সভিত্তিক আসরে শিরোপা জিতলো বাংলাদেশ। কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে এবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম। একটি করে গোল করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।

আনফা কমপ্লেক্সের পুরো স্টেডিয়াম জুড়েই ছিল নেপালের সমর্থন। শুরুতে আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ; কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আধিপত্য বাড়তে থাকে নেপালের। অষ্টম মিনিটে প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়েন সেমিফাইনালে টাইব্রেকারে ভারতের বিপক্ষে দু’টি সেভ করা গোলরক্ষক মোহাম্মদ আসিফ। বক্সের বেশ খানিকটা দূর থেকে নিরাজন ধামীর দূরপাল্লার শট অনেকটা লাফিয়ে আঙ্গুলের টোকায় ক্রসবারের উপর দিয়ে বের করে দেন আসিফ। ১৬তম মিনিটে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরে বক্সে ঢুকে পড়েছিলেন সমীর তামাং, তবে রাজীব হোসেন ছুটে গিয়ে দারুণভাবে ক্লিয়ার করেন। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি সমীর।

প্রথমার্ধের শেষ দিকে মিরাজুলের দৃষ্টিনন্দন গোলে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। বক্সের একটু ওপরে ফাউলের শিকার হন এই ফরোয়ার্ড, ফ্রি কিক পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ৫৫তম মিনিটে মিলে যায় ব্যবধান দ্বিগুণ করা গোল। আসাদুল ইসলাম সাকিবের লং পাসে দূরের পোস্টে থাকা আসাদুল মোল্লার হেড পাস থেকে হেডেই লক্ষ্যভেদ করেন মিরাজুল।

এরপর ৭০তম মিনিটের গোলে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বক্সের ভেতর থেকে মিরাজুলের ছোট পাস ধরে জায়গা বানিয়ে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন রাব্বী হোসেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *