নাইজেরিয়ায় বন্যায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছেন। ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।