দেশে পৌনে ৮ লাখ মানুষ বাতজনিত রোগে ভুগছেন

দেশে আনুমানিক ৭ লাখ ৭৫ হাজার মানুষ বাতজনিত রোগে ভুগছেন।দুটি বৈশ্বিক গবেষণায় এমন তথ্য উঠে আসার খবর পাওয়া গেছে।

ল্যানসেট–এর প্রবন্ধ অনুযায়ী, দেশে গেঁটেবাত বা গাউটের রোগীর সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার। দেশের ১ লাখ মানুষের মধ্যে ৩৯৯ জনের এ রোগ আছে। এ সংখ্যা ১৯৯০ সালের চেয়ে ৬ শতাংশ বেশি।


সপ্তাহে চার দিনের অফিস পরীক্ষামূলকভাবে চলছে ইংল্যান্ডের কিছু প্রতিষ্ঠানে

মেহজাবীনের নায়াগ্রার স্বপ্ন পূরণ

ফলের রস খেলে যেসব বিষয় জেনে রাখা ভালো


ল্যানসেট–এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে পুরোনো ও দীর্ঘস্থায়ী গ্রন্থিবাতে ভুগছেন ২ লাখ ১২ হাজার মানুষ। প্রতি ১ লাখ বাংলাদেশির মধ্যে ১৯ জন এ রোগে ভুগছেন। ১৯৯০ সালের তুলনায় ২০২০ সালে রোগী বেড়েছে ৫৫ শতাংশের বেশি।

এ রোগে অস্থিসন্ধিতে ব্যথা হয়, অস্থিসন্ধি ফুলে যায় এবং কখনো কখনো অস্থিসন্ধি শক্ত ও অনমনীয় হয়ে যায়। এ ধরনের বাতে শরীরের যেকোনো অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সমস্যা শুরু হয় সাধারণত হাত ও পায়ের বিভিন্ন সন্ধি থেকে। নারী–পুরুষ এ রোগে আক্রান্ত হলেও নারীদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ৬০ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরা এতে বেশি আক্রান্ত হয়। তবে বিশ্বব্যাপী এ রোগে মৃত্যুহার কমে গেছে। এ রোগে ঠিক সময়ে চিকিৎসা না হলে প্রতিবন্ধিতার ঝুঁকি থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *