দুদিন আগে একাদশ ঘোষণা করা ম্যাচে বাংলাদেশের কাছে দশ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। এবার আর তাইআগে একাদশ ঘোষণা করেনি পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট রাওয়ালপিন্ডিতেই। তবে এবার দুদিন আগে তো নয়ই, একদিন আগেও সরাসরি একাদশেরঘোষণা দেয়নি পাকিস্তান।
এবার ১২ সদস্যের যে দল ঘোষণা করেছে পাকিস্তান সেখানেও বাদ পড়েছে শাহিন আফ্রিদির নাম। ১২ জনের এই স্কোয়াডেফিরেছেন লেগ স্পিনার আবরার আহমেদ, আর বাঁহাতি পেসার মীর হামজা।
আসছে আইফোন ১৬, থাকছে ক্যাপচার বাটন। জেনে নিন কী কাজ এর
পাকিস্তানের লাল বলের দলের কোচ জেসন গিলেস্পি বলেছেন, ‘কন্ডিশনটাকে আমরা যেভাবে পড়ছি, সেটার ভিত্তিতেইআবরার আহমেদকে ১২ জনের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পিচটা দেখতে হবে আমাদের, কাল সকালে কন্ডিশনপর্যালোচনা করব।’
পাকিস্তানের ১২ সদস্যের দল
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমানআলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ, মীর হামজা।